নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পুরানবাজার রেলওয়ে গেইটস্থ হিজড়াদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার।
শনিবার (৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করে ইউএনও সুমী আক্তার বলেন, বর্তমান সরকার সবার পাশে আছে। সরকারের প্রতিনিধি হিসেবে হিজড়াসহ ৬টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।
ঘরে থেকে এ পরিস্থিতি মোকাবিলা করতে তিনি সবার প্রতি আহবান জানিয়েছেন। ঘরে বসে খাদ্যসামগ্রী পেয়ে হিজড়ারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা অফিসের সিও হিমাংশু চন্দ্র ঘোষ।