নিজস্ব প্রতিনিধি: আমেরিকার নিউইর্য়ক শহরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের খাইরুল হাসান কাজল নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে নিজের গাড়ি নিয়ে কোথাও যাবার পথে এ ঘটনাটি ঘটে। নিহত কাজল হবিগঞ্জ সদর উপজেলা নিজামপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত ছিদ্দিক আলীর পুত্র।
নিজামপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমেরিকাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে নিহতের পরিবারের কেউই এখন পর্যন্ত লাশের কাছে যেতে পরেনি।তবে লাশ দেশে আনা হবে কিনা শনি- রবিবারে জানা যাবে।
নিহত কাজল মৃত্যকালে স্ত্রী ২ মেয়ে ১ ছেলে সন্তার রেখে গেছেন। তারা সবাই আমেরিকাতে বসবাসরত।