কামরুজ্জামান আল রিয়াদঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ চারটি ব্যবসা প্রতিষ্ঠান ও দুটি মোটরসাইকেল চালকদের সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার ড্রাইভার বাজার, দাউদনগর বাজারে এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদলতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ও নির্বাহী ম্যাজেস্ট্রিট মোঃ শাহ আজিজ।
জানা যায়, শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারে একটি ফার্মেসীতে ১ হাজার, একই অভিযোগে ড্রাইভার বাজারে একটি হার্ডওয়ার দোকানে ৫ হাজার, দুটি পানের দোকানে ১ হাজার, একটি মুদি মালের দোকানের ভিতরে সামাজিক দুরত্ব না মেনে ক্রেতাদের ভিড় থাকায় ১ হাজার জরিমানা করা হয় ।
এছাড়াও দুটি মোটরসাইকেল চালককে নিয়ম না মানায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন আইন অমান্য করায় ব্যবসা প্রতিষ্ঠান ও মোটর সাইকেল চালকদের জরিমানা করা হয়।