নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে বদলে গেল হবিগঞ্জের শিল্প নগরীখ্যাত শায়েস্তাগঞ্জ।যেন লকডাউন চলছে শায়েস্তাগঞ্জে।
শায়েস্তাগঞ্জের চিরচেনা দৃশ্যপট বদলে গেছে । সেই কাক ডাকা ভোর থেকে গভীররাত পর্যন্ত লোকজনের কোলাহল থাকতো ।
আজ দুইদিন যাবত দৃশ্যপট পুরো উল্টো। পিন পতন নিরবতা সবজায়গায়।
যেন কারফিউ চলছে। জনসাধারন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। রাস্তায় কোন যানবাহনও নাই। রাস্তা একেবারেই ফাকা।
সব দোকানপাট বন্ধ। চারদিকে উদ্বেগ এবং আতঙ্ক। চেনা শহর এখন অচেনা । দেখলে মনে হয়না শায়েস্তাগঞ্জের নতুনব্রীজ, অলিপুর ও রেলওয়ে পার্কিং এরিয়ায় প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হওয়া ব্যস্ততম স্থান।
ঢাকা-সিলেট মহাসড়ক হলেও আজ নেই কোন গাড়ির শব্দ। কাউন্টারে থাকা লোকজনেরও নেই হাক-ডাক। যাত্রীদের নেই গন্তব্যে যাওয়ার তারা।
কিছুক্ষণ পর পর টহল দিচ্ছে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের গাড়ি।
প্রায় জনমানবশূন্য উপজেলাকে জীবাণুমুক্ত রাখতে শায়েস্তাগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরে, পুলিশ প্রশাসনের উদ্যোগে গ্রামে আর প্রান আরএফএল গ্রুপের উদ্যোগে অলিপুরে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে।