নিজস্ব প্রতিবেদক : আরএফএল কোম্পানীর উদ্যোগে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
শায়েস্তাগঞ্জের ওলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল’র জেনারেল ম্যানেজার মোঃ ফজলে রাব্বী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওলিপুর বাজার থেকে জাবাণুনাশক স্প্রে করা শুরু হয় । পরে ফ্যাক্টরীর আশপাশ এলাকার বিভিন্ন সড়কে, মহাসড়কের স্কয়ার গেইট থেকে ওলিপুর রেল গেইট পর্যন্ত স্প্রে করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এ স্প্রে করা হয়। উপস্থিত থেকে এ কার্যক্রম পরিচালনা করেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল’র ডেপুটি ম্যানেজার(এডমিন) মোঃ সাইফুর রহমান, সান হেলথ কেয়ার হাসপাতালের এডমিন অফিসার মোঃ আব্দুল মান্নান, কো-অর্ডিনেটর মোহাম্মদ সায়েম, সিকিউরিটি ইনচার্জ মোঃ শিহাব উদ্দিন, সিকিউরিটি অফিসার মোঃ আজিজ প্রমুখ।