শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত ভাবে কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল ৮ টায় উপজেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর আয়োজন করে উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসা মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ মোতাহার হোসেন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন প্রমুখ।