এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকার সুরাবই নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত নারী উপজেলার সুরাবই গ্রামের আব্দুল মতিনের মেয়ে মোছাঃসিমা আক্তার (২৫)।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটগামী পারাবত এক্সেপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি।