শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পরে ওয়াজিদ উল্লাহ (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে ফেনী উপজেলার ফেরনিয়া গ্রামের বজলুর রহমানের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনী থেকে ট্রেন যোগে হবিগঞ্জের নবীগঞ্জে দীর্ঘদিনপর মেয়ের বাড়িতে বেড়াতে আসার পথে শায়েস্তাগঞ্জে পাহারিকা ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে পড়ে যায়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
এদিকে নিহতের খবর শুনে তার মেয়ে ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পরে। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।