স্টাফ রিপোর্টারঃ ‘পড়ব বই গরব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য দিবস নিয়ে হবিগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ পরে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার এর সভাপতিত্বে এবং জেলা সরকারী গণগ্রন্থাগার কর্মকর্তা সাইফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া