হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি ড্রেন পরিস্কারকে কেন্দ্র করে মেয়র ও কাউন্সিলর লাঞ্ছিত হওয়ার ঘটনা সালিশে নিষ্পত্তি হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার সভাকক্ষে সকল পক্ষের উপস্থিতিতে এ সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর গৌতম রায়, জাহির আহমেদ, আব্দুল আউয়াল মজনু প্রমূখ। সভায় উভয় পক্ষের বক্তব্য শেষে অ্যাডভোকেট আবু জাহির ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর এবং ৪নং ওয়ার্ডের লোকজনকে মিলিয়ে দিয়ে ভুল বুঝাবুঝির অবসান ঘটান।
পরে এমপি আবু জাহির পৌরপরিষদ ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি বর্ষায় পৌরবাসীর দুর্ভোগ লাঘবে এখনই পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করার আহবান জানান। তিনি বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী সকল নাগরিকের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল শহরের কামারপট্টি এলাকার ড্রেনেজ সমস্যা নিয়ে ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলরকে লাঞ্ছিত করে স্থানীয় লোকজন। এ ব্যাপারে ওইদিন সদর থানায় মামলা দায়ের করেন ভারপ্রাপ্ত মেয়র। পরদিন কর্মবিরতি চলাকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে বুধবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।