আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে সালিশ বৈঠকে গালাগাল করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের মালেক মিয়ার দখলীয় একটি সরকারি জায়গায় মাটি কাটা নিয়ে একই গ্রামের আওয়াল মিয়ার তর্ক বিতর্ক হয়। এ নিয়ে দুই পক্ষে চরম উত্তেজনা দেখা দিলে স্থানীয় মুরুব্বীয়ান তা সালিশে নিষ্পত্তির উদ্যোগ নেন।
বুধবার রাত আটটায় দুইপক্ষের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আদিম উল্লার সভাপতিত্বে ও মাসুক মিয়ার পরিচালনায় সালিশ বিচার শুরু হয়। সালিশের এক পর্যায়ে এক মহিলা আওয়াল মিয়াকে গালাগাল শুরু করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত আব্দুল আউয়ালের পুত্র জামাল মিয়া (৩৫), তজিম্মুল মিয়ার পুত্র নেসকাল মিয়া (২৫), এখলাছ মিয়ার পুত্র মোতালিব মিয়া (২৬), সামায়ূন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম (৩০), নূর মিয়ার পুত্র মুসা মিয়া (৩০) ও রাহাদ মিয়ার পুত্র ছালা মিয়া (২৫)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।