মোঃ রহমত আলী ॥ বাঁশের ডুবন্ত সাঁকুর মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে আর কত দিন নদী পার হতে হবে হবিগঞ্জ শহরতলী তেঘরিয়ার পূর্ব অঞ্চলের মানুষকে। স্বাধীনতার পর ৪ যুগ সময় পেড়িয়ে গেলে এখনও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ সংলগ্ন তেঘরিয়া এলাকায় যোগাযোগে ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লাগেনি।
খোয়াই নদীর উপর একটি সেতু নির্মাণের দাবী দির্ঘদিন ধরে বাস্তবায়ন হয়নি। ফলে তেঘরিয়া, নাজিরপুর, পশ্চিমপাড়া, উত্তর পইল, পাঁচপারিয়া, শিয়ালদাড়িয়া ও পূর্ব ভাদৈসহ ১২টি গ্রামের অর্ধ-লক্ষাধিক মানুষ, পেশাজীবী, চাকুরীজীবী, ছাত্রছাত্রী, কেটে খাওয়া লোকজন নদী পারে নান বিড়ম্বনার শিকার হচ্ছেন।
প্রতি বছর এলাকার লোকজন শুকনো মওসুমে পারাপারের জন্য নদীর উপর বাঁেশর সাঁকু নির্মাণ করেণ। সাঁকু দিয়ে নদীপারের কার্যক্রম কিছটা সুগম হলেও বর্ষার আগমনের সূচনাতেই পূর্ব এলাকার মানুষের সহায়ক সাঁকুটি পানিতে তলিয়ে যায়। ফলে খোয়াই নদী পারের অন্তহীন দূর্ভোগ মাথায় নিয়ে শহরের সাথে যোগাযোগ স্থাপণ করছেন লোকজন। উল্লেখিত স্থানে সেতু নির্মাণ না হওয়ায় ৫ থেকে ৬ কিলোমিটার অতিরিক্ত রাস্তা অতিক্রম করে উপজেলা ও জেলা সদরে আসতে হয় তাদের। একটি সেতু নির্মাণের জন্য বার বার দাবী জানালে দেয়া হয় শুধু প্রতিশ্র“তি।
২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জে ধুলিয়াখালস্থ বিসিক শিল্প নগরীতে এক জনসভায় সদর উপজেলা পরিষদ সংলগ্ন খোয়াই নদীর উপর জনস্বার্থে ব্রীজ নির্মানের ঘোষনা দিয়েছিলেন। কিন্তু অদ্যাবধি পর্যন্ত এ স্থানে খোয়াই নদীর উপর ব্রীজ নির্মান না হওয়া ক্ষোভ প্রকাশ করেন ভোক্তভুগিরা ।