নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের রাজাবাদ গ্রামের বাসিন্দা হিরা মিয়া গার্লস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বদরুজ্জামানের ছোট ভাই উপজেলার ঘোলডুবা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী (অবঃ) মেডিকেল অফিসার সামছুজ্জামান সামছু আর নেই। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় ঢাকাস্থ গ্রীন লাইন হসপিটালে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি——- রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, মা, ভাই বোনসহ আত্বীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন।
মরহুমের ছোট বোন বাউসা ইউনিয়নের নাদামপুর সরকারী প্রাইমারী স্কুলের প্রাক্তন শিক্ষিকা জ্যোৎন্সা আক্তার লন্ডন থেকে দেশে ফেরার পর দাফন সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানাগেছে। সদা হাসোজ্জল ডাঃ সামছুজ্জামান সামছু’র মৃত্যুর খবরে এলাকার শত শত মানুষ শোর্কাত পরিবারকে শান্তনা দেয়ার জন্য মরহুমের রাজাবাদ গ্রামের বাসভবনে ভীড় জমান। উল্লেখ্য, ডাঃ সামছুজ্জামান দীর্ঘ দিন ধরে শ্বাস কষ্টে ভোগছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে চেকআপ করার জন্য ঢাকায় যান। এদিকে ডাঃ সামছুজ্জামান সামছু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ পৌর সভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, কাউন্সিলর ও প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক শন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।