মাধবপুরে ১০০ কেজি গাঁজা উদ্ধার
মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মিরহাটিপাড়া থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯।
মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করেছে। এ অভিযানের নেতৃত্বদেন র্যাবের স্কোয়াড্রন লীডার এএনএ মুসাব্বীর।
বুধবার সকালে শ্রীমঙ্গল র্যাব-৯ এর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব সূত্র জানায় উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০লক্ষ টাকা যা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।