বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সমস্যা, সম্ভাবনা এবং চলমান সাময়িক পরিস্থিতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাহুবল অফিসার্স ক্লাবে জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী এমপি।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এম. এ. জলিল তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম, মাহবুবুর রহমান শফিক, আব্দুর রেজ্জাক, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুহেল আহমেদ কুটি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুকুর রশীদ, আমরা সবুজ সংঘের সাধারণ সম্পাদক এম. এ. মজিদ তালুকদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, মাওলানা তাজুল ইসলাম, কৃষকলীগ নেতা সাহাবউদ্দিন প্রমুখ।