এস এইচ টিটুঃ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে ১১টি পদের বিপরীতে ১৮জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
শুক্রবার রাত ৯টায় প্রেসক্লাব নির্বাচনে সহকারি নির্বাচন কর্মকর্তা আলী হায়দার সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন- সভাপতি পদে ২ জন,সহ-সভাপতি পদে ১ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ১ জন ও কার্যনির্বাহী সদস্য পদে ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
এর আগে বিকাল ৩টা থেকে প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন পদের প্রার্থীরা উপস্থিত হয়ে সংগ্রহ করেন তারা।
প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, ২১ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়ন পত্র জমা এবং বাচাই, ২২ ডিসেম্বর প্রত্যাহার এবং ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।