হবিগঞ্জ প্রতিনিধি : ৭১ মানবতা বিরোধী অপরাধী জামাত নেতা কামারুজ্জামানের মৃত্যুর রায় বহাল ও দ্রুত কার্যকরের দাবীতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় মিছিলটি শহরের জেলা আওয়ামীলীগের কার্য্যালয় থেকে শুরু করে সারা শহর প্রদক্ষিণ শেষে ব্যাবিষ্ট্যান্ড মোড়ে এক পথ সভায় মিলিত হয়। পথ সভায় জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক আহমেদ চৌধুরী রাজের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইদুর রহমান, কায়েছ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহিসহ বৃন্দাবন কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও ওয়ার্ড ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা ৭১ মানবতা বিরোধী অপরাধী জামাত নেতা কামারুজ্জামানের মৃত্যুর রায় দ্রুত কার্যকরের জন্য সরকারের কাছে দাবী জানান।