হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর থানা পুলিশে সাড়াশী অভিযানে ছাত্রদল নেতাসহ ওরা ১১ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ওসি অপারেশেন দৌস মোহাম্মদ এর নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হল, শহরের রাজনগর এলাকার আব্দুল কদ্দুছের পুত্র জেলা ছাত্রদল নেতা শিপন আহমেদ (২৮), পাঁচপাড়িয়া গ্রামের ছমর উদ্দিনের পুত্র আলা উদ্দিন (২৫) ও তার ভাই সাহাব উদ্দিন (৩০), জালাল উদ্দিন (৪০), তার পুত্র আফতাব উদ্দিন (২০), মৃত আরফান উল্লার পুত্র গিয়াস উদ্দিন (৩০), ছলিম উল্লার পুত্র ফয়সল ইসলাম (২০), মেহের আলীর পুত্র আব্দুল হাই (২০), উমেদনগর গ্রামের ইরফান আলীর পুত্র হাফিজুল ইসলাম (৪০) তার মেয়ে মাসুদা (২০) এবং অমিত রায়ের পুত্র মিঠুন রায় (২০)।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে সকলেই আদালতে প্রেরন করা হয়। ওসি অপারেশন দৌস মোহাম্মদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ছিল। এতদিন তারা আত্মগোপনে ছিল। এ অভিযান নিয়মিত চলবে।