মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ ঢাকা পাইওনিয়ার ফুটবল লীগে অংশ গ্রহনকারী দল লন্ডন টাইগার সিলেট’র অনুর্ধ্ব ১৬ বছর বয়সের খেলোয়াড় বাছাই প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব গতকাল শুμবার বিকালে সিলেটে সম্পন্ন হয়েছে। উ৩ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে ৩০ জন প্রতিযোগি অংশ গ্রহন করে। এরমধে ̈ ১৫ জন অনুর্ধ্ব ১৬ বছর বয়সের খেলোয়াড়দেরকে বাছাই করা হয়েছে। এরমধে ̈ নবীগঞ্জ উপজেলার ৮ জন খেলোয়াড় বাছাই তালিকায় উর্ত্তীণ হয়েছে। ̧ম ̧মিয়া গ্রামের ক…তি সন্তান লন্ডন প্রবাসী মোঃ জিলু মিয়ার পৃষ্টপোষকতায় ও প্রজেক্ট ম ̈ানাজার মোঃ সিরাজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উ৩ খেলায় বাছাই পর্বে সার্বিক দায়িত্ব পালন করেন প্রশিক্ষক শাকিল আহমদ।
নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের ̧ম ̧মিয়া ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় নবীগঞ্জ থেকে খেলোয়াড়রা বাছাই পর্বে অংশ গ্রহন করেন। চলতি সপ্তাহে বাছাইক…তদের ঢাকায় নিয়ে মেডিকেল চেকআপসহ ত…তীয় বাছাই পর্বে প্রতিযোগিতা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। ওই পর্বে তারা উর্ত্তীণ হবে তাদেরকে নিয়ে লন্ডন ̄’ টাইগার সিলেট’র অনুর্ধ্ব ১৬ বছর বয়সের খেলোয়ার দল ঢাকা পাইওনিয়ার লীগে অংশ গ্রহন করবে বলে জানাগেছে।