শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব -১৭) শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উদ্বোধনী খেলায় নুরপুর ইউনিয়ন পরিষদকে ২-১ গোলে হারিয়েছে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ।
এর আগে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, নূরপুর ইউপি চেয়ারম্যান মোঃমুখলিছ মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সরদার, প্রভাষক জালাল উদ্দিন রুমি প্রমুখ।