নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলায় স্কুল-মাদরাসা পর্যায়ে গ্রাষ্মীকালীন খেলাধূলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করে উপজেলা জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরী ক্রীড়া সমিতি।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরী ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা প্যানেল চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান।
সাংবাদিক মোঃ মামুন চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শিক্ষক মোঃ ইউনুস আলী, আমিনুল ইসলাম, সাংবাদিক কামরুল হাসান, কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ।
পরে বিভিন্ন খেলাধূলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।