ফয়সল আহমেদ (পলাশ) হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারে সৃষ্টি শিল্পালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
৭ সেপ্টেম্বর শনিবার ভোররাতে সৃষ্টি শিল্পালয়ে এঘটনাটি ঘটে।
জানা যায়, পৌর শহরের মধ্য বাজারে ক্ষীরোদ পাল ম্যানশনে অবস্থিত সৃষ্টি শিল্পালয় নামে স্বর্নালংকারের দোকান শনিবার ভোররাতে শাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চোরের দল। শনিবার সকাল ১০ টায় দোকানে এসে দেখতে পান শাটারের তালা ভাঙা। পরে দোকানে প্রবেশ করে দেখেন সমস্ত মালামাল তছনছ করে ক্যাশের তালা ভেঙে রুপা ও স্বর্নালংকার সহ অনুমানিক ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। ওই স্বর্নালংকারের দোকান মালিক বিকাশ দেব জানান, দোকানে থাকা প্রায় ৮০ ভরি রুপা এবং ৩ ভরির মত স্বর্নালংকার নিয়ে গেছে চোরের দল।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ নাজমুল হক সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে আমাদের নিকটে কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলছে।