চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ্য জীবণের অঙ্গীকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে হবিগঞ্জের চুনারুঘাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
ইউএসএআইডি ও এসএমসি’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, সীমান্তিক নতুন দিন, মা-মনি ও ব্রাক এর যৌথ আয়োজনে এ বর্ণাঢ্য র্যালী শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায বক্তব্য রাখেন ডা. এ এইচ এম মামুন, ব্র্যাক কর্মকর্তা প্রেমচাদ আচার্য্য, সীমান্তিক নতুন দিনের সিদ্দিকা খাতুন, স্বাস্থ্য সহকারি আব্দুল হান্নান প্রমুখ।