আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর সড়কের পাশর্^বর্তী ধানগাঙ হাওর থেকে অজ্ঞাত নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা এই মরদেহ উদ্ধার করে। নারীর গায়ে মাটিভর্তি একটি বস্তা বাঁধা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জের নির্জন হাওর এলাকায় সোমবার দুপুরে এক মহিলার মরদেহ দেখতে পায় স্থানীয় জনগন। লাশটি অনেক বিকৃত ছিল। ওই মহিলার পেটে একটি মাটিভর্তি বস্তা বাধা ছিল। ধারনা করা হয় ওই মহিলাকে খুন করার পর পানির নিচে লাশ ফেলে দেয় দবৃত্তরা। পরে পুলিশকে খবর দিলে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার এর নেতৃত্বে একদল পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে ওসি মোশারফ হোসেন তরফদার জানান, ধারনা করা হচ্ছে ওই মহিলাকে খুন করার পর এখানে কেউ ডুবিয়ে দিয়েছে অথবা অন্য কোন স্থান থেকে পানিতে ভেসে এখানে এসেছে।
তবে ময়নতদন্ত রিপোর্ট ছাড়া বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।