চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের আয়োজনে ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
(১৮ আগস্ট) রবিবার রাত ৮টায় গাজীপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক মোঃ জালাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শফিকুল আলম রণির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর ইউনিয়ন আওয়ামীলগ সাধারণ সম্পাদক এম এ মালেক মাষ্ঠার।
বিশেষ অতিথি উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ কবির মিয়া খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন স্বপন সাই, সাংবাদিক নুরুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম উস্তার, ইউনিয়ন তাঁতীলীগের যগ্ম আহবায়ক তাজুল হক খান, জাহাঙ্গীর মিয়া ও সৈয়দ জসিম প্রমূখ।
সভা শেষে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ সহ সাথে থাকা নিহতদের রূহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী মোঃ আব্দুল খালেক।