হামিদুর রহমান,মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস ̈রা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সাজ্জাদ হোসেন জানান,মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আবু তাহেরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার ১৩ নং তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। যার মধ্যে রয়েছে অসি ব্লু ১৩ বোতল, হোয়াইট ম্যাজিক ১০ বোতল এবং ম্যাগ ডুয়েল্স ৪ বোতল। আটক কৃত মদের মূল্য নির্ধারন করা হয়েছে ৪০ হাজার ৫০০ টাকা।