তেঁতুল তলা এখন আর
তেঁতুল তলা নয়,
খোয়াই নদীর শুরু বলা
অনুচিত ও নয়।
উত্তর দিকে সুতাং বাজার
দক্ষিণ দিকে রমাপুর,
পুর্ব দিকে শায়েস্তাগঞ্জ আর
পশ্চিম দিকে অলিপুর।
দিন-রাত চব্বিশ ঘন্টা
দরকার আছে সেই রোট,
এই অবস্থায় চলতে থাকলে
দরকার পড়বে স্পীডবোট।
এই নেতা,সেই নেতা
কতনেতা আসে যায়,
বন্যার খবর সবদিকে নেয়
তেঁতুলতলা ভেসে যায়।
পাহাড়ের সেই পাদ দেশে
কতো উঁচু লাদিয়া,
মেরামত করতে কেউ আসেনা
মন থেকে সাধিয়া!
লেখক-মোঃআলাউদদীন তালুকদার