আজমিরীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
বধুবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামে এঘটনটি ঘটে। গুরুতর আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই কলেজ ছাত্রের মধ্যে মঙ্গলবার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার পিরিজপুরে গ্রামে দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে ইউপি মেম্বার মুনসুর মিয়াসহ অনেকেই। তাৎক্ষনিক নাম পরিচয় জানা যায়নি।