ডেস্ক : আগামীকাল ১ আগস্ট থেকে দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মো. রহমতুল্লাহ মুনিম। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ রয়েছে তাই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সচিব।
সচিব বলেন, গ্যাস ফিল্ড থেকে আমরা এক কোটি ঘনফুট গ্যাস বেশি উত্তোলন করতে সক্ষম হচ্ছি। আগে উত্তোলন করা যেত দুই হাজার ৭৫০ কোটি ঘনফুট গ্যাস। এখন এর সঙ্গে আরো যুক্ত হয়েছে এক কোটি ঘনফুট গ্যাস। এ কারণেই এখন থেকে সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিব বলেন, শিল্প কারখানা, সার কারখানা, বিদ্যুৎ প্লান্টে গ্যাস সংযোগের বিষয়ে আমরা অগ্রাধিকার দেব। শিল্প কারখানার উৎপাদন বাড়ানোই হচ্ছে সরকারের মূল পরিকল্পনা।