সংবাদদাতা : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লাদিয়া গ্রামবাসীকে নুরপুর ইউনিয়নে সংযুক্ত করার প্রতিবাদে লাদিয়া গ্রামবাসী প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
গত রবিবার প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ‘আমরা ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে বসবাস করে আসছি, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের সঙ্গেই থাকতে চাই।’ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সামাদ মেম্বার, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি এংরাজ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, এলাকার বিশিষ্ট মুরুব্বি সফিক সরদার, মারাজ মিয়া, আকবর মাস্টার, আহাম্মদ মিয়া, ভিংরাজ আলী, আরজু মিয়া, রেনু মিয়া, নাসির উল্লাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছেড়ে নুরপুর ইউনিয়নে না যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। লাদিয়া গ্রামকে খন্ডন না করার জন্য এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত একটি লিখিত দরখাস্ত হবিগঞ্জ-লাখাই আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের নিকট দেওয়া হয়। দরখাস্তের অনুলিপি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া হয়েছে।