হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় কল্পনা রানী (৪০) নামে ব্র্যাকের এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। নিহত কল্পনা বানিয়াচং উপজেলার পুকড়া গ্রামের কৌসিক দাশের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ৫টার দিকে ব্র্যাকের পুকড়া স্বাস্থ্য কেন্দ্রর কর্মী কল্পনা রানী রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী পল্লী বিদ্যুতের একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে স্বাস্থ্যকর্মী কল্পনা আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর মেডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।