নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে হাজী ফিরোজ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামী জামাল মিয়া (৩৫) কে ঢাকার বনানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সে শংকরপাশা গ্রামের আব্দুল হাই ওরফে তাজ মিয়ার পুত্র।
সোমবার ভোররাতে সদর থানার এসআই ইকবাল বাহার ও বনানী থানার এসআই সালা উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকার ওভারব্রীজ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, জামাল মিয়া খুনের মামলার ৬নং আসামী। সম্প্রতি ফিরোজ মিয়া খুন হলে তাদের বিরুদ্ধে নিহত ফিরোজ মিয়ার পুত্র আফজল মিয়া বাদী হয়ে মামলা করলে আসামীরা আত্মগোপন করে।