নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে আসছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান এ তথ্যটি নিশ্চিত করে জানান- ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় দুইমন্ত্রী বন্যা কবলিত স্থানগুলো পরিদর্শন করবেন। তিনি আরো জানান- তাদের সঙ্গে উপস্থিত থাকবেন সিনিয়র সচিব শাহ কামালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভাগের বেশ কয়জন কর্মকর্তারা।