হবিগঞ্জ প্রতিনিধি : একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুবীর নন্দী স্মরণে ঢাকাস্থ হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।হয়।
শুক্রবার (২৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।
স্মরণ সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাকারিয়া খান চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাকা মহানগর দায়রা জজ আবু সৈয়দ দিলজার হোসাইন, অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আজিজুর রহমান, ওয়ারী জোনের এডিসি নুরুল আমিন, ডা. সাখাওয়াত হোসেন জীবন, কাইয়ুম চৌধুরী, প্রয়াত সুবীর নন্দীর স্ত্রী পূরবী নন্দী, কন্যা ফাল্গুনী নন্দী প্রমুখ।