শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার মড়রা গ্রামের রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় ২৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে শায়েস্তাগঞ্জ থানার ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে যুবকটির পড়নে জিন্স পেন্ট ও সাদা শার্ট পড়া ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন মুসল্লী ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে প্রতিদিনের মত হাটতে বের হন। এসময় হঠাৎ রাস্তার পাশে যুবকের লাশ দেখে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেন।
পরে শায়েস্তাগঞ্জ থানার এসআই মোবারক হোসেন, এসআই সানাউল্লাহ,এসআই আতিকুল আলম ঘটনাস্থল থেকে
লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসআই আতিকুল আলম দৈনিক শায়েস্তাগঞ্জ কে জানান, যুবকটি পকেটে একটি ঠিকানা পাওয়া গেছে।এতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামের তুলা ব্যবসায়ী আকবর আলীর পুত্র মনির হোসেনের নাম লিখা আছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াছিনুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,
লাশটি পরিচয় পাওয়া যায়নি।ময়না তদ্বন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।