স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে মিঠু গোপ (২২) নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জলসুখা পাটুলিপাড়া গ্রামের মনিন্দ্র গোপের পুত্র।
গতকাল শুক্রবার সকালে আজমিরীগঞ্জ থানার পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।
পরিবারের বরাত দিয়ে আজমিরীগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক জানান, গত বৃহস্পতিবার রাতের খাবারের পর মিটু নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় বেড়ার ফাঁক দিয়ে লক্ষ করেন তীরের সাথে তার ঝুলন্ত লাশ। পরে আজমিরীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
তার পরিবারের লোকজন জানায়, সে ঢাকার একটি গার্মেন্টেসে চাকুরি করত। চাকুরির সুবাদে জনৈক গার্মেন্টস কর্মীর সাথে বন্ধুত্ব গড়ে তুলে। সম্প্রতি তার তাদের সম্পর্কে ফাটল দেখা দিলে সে অভিমান করে বাড়িতে চলে আসে।