নিজস্ব সংবাদদাতা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বাহুবলে আগমণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে। শনিবার (১৫) জুন দুপুর ১১টায় উপজেলার দি প্যালেস লেক্সারি রিসোর্ট এ গার্ড অব অনার প্রদান প্রদান করা হয়।
পরে মেয়র মৌলভীবাজারের চেম্বার অব কর্মার্সের নেতৃবৃন্দ ও বিশিস্ট ব্যবসায়ীদের সাথে একটি সভায় মিলিত হন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।