এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে ৯টি দোকান আগুনে পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার(৭জুন)রাত ১টার দিকে সুতাং বাজার ব্রীজ সংলগ্ন আব্দুস সামাদ খাঁন মার্কেটে এঘটনাটি ঘটে।খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আব্দুস সামাদ খাঁন মার্কেটে মালিকের ছেলে সোহান খাঁন জানান-মার্কেটের সব দোকানই পুড়ে ছাই হয়ে গেছে,প্রতিটি দোকানে লক্ষ লক্ষ টাকার মালামাল ছিল।আগুনে পুড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আব্দুল আহাদ তুলার কারখানা ও সুহেল মটরসের দোকান।
দোকান মালিক সুত্রে জানা যায়, আব্দুল আহাদ তুলার কারখানা ৪৫ লক্ষ টাকা,সুহেল মটরস ২৫ লক্ষ টাকা,ফজল কনপেকশনারী ১২ লক্ষ টাকা,সুকান্ত পাল হার্ডওয়্যার দোকান ৮ লক্ষ টাকা,শিমুল মোটরস ৫ লক্ষ টাকা,আলী হোসেন ওয়ার্কসপ ২ লক্ষ টাকা,নুরুল ইসলাম ওয়ার্কসপ ১ লক্ষ,শাহীন পোল্ট্রি দোকান ১ লক্ষ টাকা, ডাক্তার বিলাল চেম্বার ১ লক্ষ টাকার মালামালের পুড়ে ক্ষতি হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ধারণা করা হচ্ছে সর্টসার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।