বাহুবল প্রতিনিধি : বাহুবলে ১০ পিস ইয়াবাসহ ছাবিদুল (৩৮) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বিকেল সাড়ে ৩ টায় বাহুবল উপজেলার বাদে সাতপাড়িয়া গ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত ছাবিদুল আজমিরীগঞ্জ উপজেলার ইউনিয়নের শিবপাশা গ্রামের মৃত কাছম আলীর পুত্র।