চলন্তবাসেও এখন ঘটছে ধর্ষণ
এ কোন নারকীয় বর্বরতা,
সম্ভ্রম কেড়ে নারীকে হত্যা
নেই যেন তাদের কোন মানবতা।
অহরহ আজ ঘটছে ধর্ষণ
যেন লেগেছে ধর্ষণের মহামারী,
শোনা যায় ধর্ষিতার অার্ত চিৎকার
সম্ভ্রম হারানো নারীর আহাজারি।
চলন্তবাসে নার্সকে ধর্ষণ
কোথায় আজ সভ্যতা!
ধর্ষণ করেই হয়নি ক্ষান্ত
উপরন্ত করেছে ধর্ষিতাকে হত্যা।
গণধর্ষণ করে করেছে হত্যা
টাঙ্গাইলের তরুণী রুপাকে,
আগুনে পুড়িয়ে নুসরাতকে হত্যা
ভাবিয়েছে পুরো বিশ্বকে।
ধর্ষণ থেকে পায়নি রেহাই
চার সন্তানের জননী,
মিনতি করেও রক্ষা পায়নি
বনানীর দুই তরুণী।
প্রতিদিনই এখন ঘটছে ধর্ষণ
যুব সমাজের নৈতিক অধঃপতনে,
ধর্ষণের এই মহামারী রোধে
প্রয়োজন সকলের চাল-চলনে।
লেখক,এম এ মোত্তালিব