নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সেহরী, ইফতার ও তারাবী নামাজের সময় বিদ্যুতের ঘন ঘন অসহনীয় লোডশেডিং এর মাত্রা দিন দিন বেড়েই চলছে। এতে করে অতিষ্ট হয়ে পড়েছেন জন সাধারণ।
গতকাল শুক্রবার রাত ১০ টায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের মহাসড়কের কিবরিয়া চত্ত্বরে বিদ্যুতের লোডশেডিং নিরসনের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে সাধারণ জনতা। প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভে মহা সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে পরিস্থিত অস্বাভাবিক হয়ে উঠে।
পরবর্তিতে বিষয়টি জানতে পেরে আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুনকে তার মোবাইল ফোনে কথা বলেন নবীগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম রুহুল আমীন। এ সময় তিনি বিক্ষোভকারীদের বৈরী আবহাওয়া ছাড়া সব সময় বিদ্যুৎ থাকার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।