চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে দু’দিন জিম্মায় থাকার পর খুজে পাওয়া কিশোরী তাহমিনা আক্তার (১৩)কে পুলিশ শনিবার তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সুমন নামে এক যুবক তাহমিনা আক্তারকে আসামপাড়া বাজারে একা একা ঘুরা ফেরা করতে দেখে পুলিশকে খবর দেয়। পরে থানার দারোগা সুদিপ কুমার এর নেতৃত্বে একদল পুলিশ কিশোরী তাহমিনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কিশোরী মাধবপুর থানার আওলীয়াবাদ গ্রামের মৃত- জমির আলীর কন্যা। এদিকে কিশোরী তাহমিনাকে মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া খাতুন এর জিম্মায় রেখে পুলিশ তার আত্মীয় স্বজনকে খবর দেয়।
খবর পেয়ে ওই কিশোরীর ভগ্নিপতি ফরিদ মিয়া গতকাল থানায় ছুটে আসলে পুলিশ তার কাছে তাহমিনাকে হস্তান্তর করে।