নিজস্ব প্রতিবেদক: আজমিরীগঞ্জে পানিতে ডুবে শ্রাবণ মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দুপুরের দিকে আজমিরীগঞ্জ সদরের নগর গ্রামে এ ঘটনাটি ঘটে। শ্রাবণ মিয়া নগর গ্রামের সোহেল মিয়ার একমাত্র সন্তান। সে নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে ছাত্র।
জানা যায়, শ্রাবণ মিয়া প্রতিদিনের ন্যায় সে শনিবার স্কুলে যায়। স্কুল শেষে সে বাড়িতে ফিরে আসলেও কিছুক্ষণ পর আবার সে বাড়ির বাহিরে যায়। এ সময় সে সকলের অগোচরে নগর জামে মসজিদ এর পুকুরে পড়ে যায়। হঠাৎ স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।