চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট চুক্ষ হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং গরীব ও এতিম ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে চক্ষু শিবির করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মিরাশী বাজারের ৩শ’ জন গরীর ও অসহায় রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা, ঔষধ এবং ৩৬ জন রোগীকে অপারেশন করানো হয়।
ফ্রি ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ঢাকা ইস্পাহানি চক্ষু হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এম.এ মোন্তাকিম শাহিদ।
এছাড়াও ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাক্তার মোস্তাফিজুর রহমান শাওন, ডাঃ ফিরুজ আহমেদ, ডাঃ মেহেদী হাসান, ডাঃ সৈয়দ রায়হান তালুকদার। ফ্রি ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, গরীব ও এতিম ফাউন্ডেশনের এমডি এম শাফি, চুনারুঘাট চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ, মার্কেটিং অফিসার তৌফিক আকলম, অনুপম দাস।
ফ্রি ক্যাম্প শেষে ৩৬ জন্য রোগীকে চুনারুঘাট চুক্ষ হাসপাতালে চোখের ছানিসহ বিভিন্ন ধরনে অপারেশন করা হয়।