হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।০৪/০৪/২০১৫ শনিবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুরের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জের কথা ডটকম এর সম্পাদক সালাম চৌধুরী, বাংলা কণ্ঠ এর সম্পাদক এস এম খোকন, এজাহিকাফ টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি রহমত আলী, প্রথম বার্তা টোয়েন্টি ফোর এর হবিগঞ্জ প্রতিনিধি শাহ কামাল সাগর, করাঙ্গী নিউজ টোয়েন্টি ফোর এর সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, নির্বাহী সম্পাদক সম্পাদক আনোয়ার হোসেন, নিউজ হবিগঞ্জ এর সম্পাদক আ ফ ম সাইফুদ্দিন জাবেদ, হবিগঞ্জ প্রতিদিন এর সম্পাদক এস আর রুবেল, জাহেদ আলী প্রমুখ।
সভা শেষে শুরু হয় কাউন্সিল অধিবেশন। এ সেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। পরিচালনা করেন আশরাফুল ইসলাম কহিনুর। অধিবেশনে সর্বসম্মতিক্রমে কমিটমেন্ট নিউজ টোয়েন্টি ফোরের সম্পাদক রফিকুল হাসান চৌধুরী তুহিনকে সভাপতি, এজাহিকাফ টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি রহমত আলীকে সাধারণ সম্পাদক ও নিউজ হবিগঞ্জ এর সম্পাদক আ ফ ম সাইফুদ্দিন জাবেদকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এস এম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, কোষাধ্যক্ষ শাহ কামাল সাগর, দপ্তর সম্পাদক সালাম চৌধুরী, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক এস আর রুবেল, কার্যকরী সদস্য আশরাফুল ইসলাম কহিনুর ও আনোয়ার হোসেন।