অনলাইন ডেস্ক: নেপালে প্রবল ঝড়বৃষ্টির কারণে ভূমি ও দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। এতে আহত হয়েছেন অন্তত চারশতাধিক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছ। দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।
সোমবার (১ মার্চ) দেশটির ভরওয়ালি এলাকায় ঝড়ের আঘাতে বিধ্বস্ত হয় অনেক ঘর-বাড়ি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম।
এতে বলা হয়, ঝড়ে অধিকাংশ বাড়ি ভেঙে পড়েছে। যার কারণে অনেক মানুষ দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে গেছে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে যাত্রীবাহি একটি বাস উড়ে গিয়ে সড়কের অন্যপাশে পড়ে।
এদিকে এ ঘটনায় নিজের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে উদ্ধারকাজ পরিদর্শন করেন দেশটির প্রধানমন্ত্রী কে পি ওলি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পরে নিহতদের প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেয় প্রশাসন।