চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় রানীগাঁও মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ফজলুল হক তরফদার (আবিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক সারোয়ার জাহান। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র ইব্রাহিম মিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রানীগাও ইউপি চেয়ারম্যান নূরুল মোমিন চৌধুরী ফারুক।
উক্ত সভায় বক্তব্য রাখেন- মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য মুশফিক আহমেদ চৌধুরী, সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত সহ-প্রধান শিক্ষক চৌধুরী মামুন ইউসুফ রেজা, ইংরেজি বিভাগের প্রভাষক বিটন কান্তি বৈদ্য, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, রামেন্দ্র ভট্টাচার্য্য, আজহারুল ইসলাম চৌধুরী, মো: হুমায়ুন কবির, আকবর হোসেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মিয়া, মাসুদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ফজল তরফদার সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও গভর্নিং বডির সদস্যবৃন্দ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন রেখা আক্তার ও রাজন মিয়া।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিদায় বার্তা পাঠ করেন কলেজের একাদশ শ্রেণির কৃতি শিক্ষার্থী ফৌজিয়া তরফদার। বিদায়ী এইচএসসি ২০১৯ সলের পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক হুমায়ুন কবির।