শাহান শাহ পীর, সুতাং থেকে : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৬টায় অলিপুর বাজারে এ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে নূরপুর ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশ নেন। উক্ত আলোচনা সভাতে আলহাজ্ব সিরাজুল ইসলাম তালুকদার ইনু মিয়ার সভাপতিত্বে ও মুখলিছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন ফরিদ, হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া, মুক্তার হুসেন, আব্দুল কদ্দুছ তালুকদার সেবন, আছকির মেম্বার, নুরুল ইসলাম সরদার, মোঃ তাজুল ইসলাম রানু, ইদ্রিছ মাস্টার, আক্তার সরদার, ফজলুল করিম, ছাত্তার মেম্বার, উস্তার খাঁ, মাসুক চৌধুরী, মোঃ শাহজাহান তালুকদার, মাহফুজ মিয়া, সাবাজ মেম্বার, আবুবক্কর সিদ্দিক, লোকমান মিয়া, এংরাজ মেম্বার, তাহির মেম্বার, ইসহাক আলী, গিয়াস উদ্দিন মুখলিছ, জাকির হুসেন, মোশারফ চৌধুরী রফু, সৈয়দ হাবিবুর রহমান ডিউক, হেলাল উদ্দিন, সাজিব মিয়া, আব্দুর রহিম জজুম, শামিম আহম্মেদ, কামরুল আহম্মেদ, কামাল উদ্দিন, ফয়ছাল আহমেদ প্রমূখ। সভায় বক্তারা নূরপুর ইউনিয়নকে বিভক্ত না করার জন্য যে কোন কর্মসূচী নিতে একমত পোষণ করেন।