হামিদুর রহমান, মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে বসতঘরের গ্রিল কেটে মোটরসাইকেল চুরি সংঘটিত।
স্থানীয়সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দের উদ্যোগতা হাবিবুর রহমান লিমন এর বরুড়া ̄’ গ্রামের বাড়ির বসত ঘরের গ্রিল কেটে তার ব্যবহারিত (হবিগঞ্জ এল এ-১১-০৪৩২) ১৩৫সি সি পালচার মোটরসাইকেলটি এবং একটি বাইসাইকেল সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে চুরেরা।
এ ব্যাপারে হাবিবুর রহমান লিমন বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।