হবিগঞ্জে শ্রমিক লীগের কর্মী সমাবেশ
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ একটি সু-সংগঠিত দল হওয়ায় জনগনকে সাথে নিয়ে আন্দোলন করে বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতা থেকে নামিয়েছিল।
কিন্তু বিএনপি শ্রমজীবি মানুষের পেটে লাথি দিয়ে এবং নিরিহ লোকজনকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করে ক্ষমতায় আসতে ছেয়েছিল। কিন্তু তাদের সেই উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। এর কারন হল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা খাদ্য উৎপাদন, শিক্ষা, বিদ্যুৎ ও উন্নয়নকে পিছনে নিয়ে গিয়েছিল। তারা লুটে পুটে দেশকে পিছনে নিয়ে গিয়েছিল।
এবার শেখ হাসিনার নেতৃত্বে জনগন ঐক্যবদ্ধ হওয়ায় তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। আগামী দিনেও বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে শ্রমিক লীগকে পাড়া মহল্লায় শক্তিশালী করতে হবে। পাশাপাশি হবিগঞ্জে নতুন সম্মেলনের মাধ্যমে শ্রমিক লীগকে আরও গতিশীল করতে হবে।
শুক্রবার রাতে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা শ্িরমক লীগের আয়োজনে জরুরী কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
জেলা শ্রমিক লীগের সভাপতি আরব আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও কৃষি ব্যাংক কেন্দ্রীয় সিবিএর সভাপতি ফরিদ আহমেদ রাজু, মহিবুর রহমান, আব্দুল মান্নান ও রেবা চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন, শ্রমিক লীগ হালুয়া-রুটি ভাগাভাগির জন্য রাজনীতি করেনা। বঙ্গবন্ধু শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের জন্য এই সংগঠন গড়ে তুলে ছিলেন। আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসাবে দলীয় ও সরকারের প্রতিটি কার্যক্রমে শ্রমিক লীগ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে। শ্রমিক লীগ যদি শক্তিশালী হয় তাহলে এমন কোন শক্তি নেই শেখ হাসিনাকে ক্ষমতার বাহিরে রাখতে পারে।
তিনি আরও বলেন, দেশে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে যেভাবে নিরিহ মানুষকে হত্যা করছে তার বিচার অবশ্যই হবে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য বন্ধে তিনি শ্রমিক লীগকে আরও সুসংগঠিত করার পরামর্শ দেন।
এ ব্যাপারে তিনি জেলা শ্রমিক লীগে নতুন নেতৃত্ব সৃষ্টি এবং দলকে সু-সংগঠিত করার আহবান জানান।